কবিতায় গোবিন্দ চন্দ্র মন্ডল
মায়ের আগমনী
শরতের আকাশে বাতাসে বইছে আনন্দের প্রতিধ্বণি,
চারিদিকে শুনি শুধু মায়ের আগমনী।
দুর্গা মা এসেছেন ধরিত্রীর মাঝে,
এসেছেন তিনি প্রকৃতির নবরূপ সাজে।
মর্তবাসী মেতেছে আজ আনন্দের ধারায়,
দুর্গা পূজা হবে এবার পাড়ায় পাড়ায়।
খুশিতে উড়ে বেড়ায় পাখি হিমেল হাওয়ায়,
আনন্দে নেচে মন সবাই মায়ের জয়গান গায়।
শারদ প্রভাতে শিউলী ফুলে ভরেছে বন,
পাখিদের গানে, সুমধুর টানে মা দুর্গার আগমন।
শঙ্খ বাজাও, ঘণ্টা বাজাও, বাজাও ঢাক ঢোল,
আনন্দে উলুধ্বণি দিয়ে দুর্গা দুর্গা বোল।
নদীর ধারে, মাঠের আলে কাশ ফুলেরা দোলে,
ভরেছে সরোবর পদ্ম ফুলে ফুলে।
মায়ের সঙ্গে এসেছেন দুই কন্যা,
রূপে গুণেতে তারা অনন্যা।
লক্ষ্মী মাতা দিবেন ধন সম্পত্তি,
সরস্বতী মাতা ছড়াবেন জ্ঞানের দ্যুতি।
এসেছেন মায়ের দুই পুত্র গনেশ আর কার্তিক বীর সেনাপতি,
আরো আছে বাহন ইদুর, ময়ূর সিংহ পশুপতি।
চল, সবাই গিয়ে করি মায়ের আরাধনা,
পূর্ণ করবেন মাতা ভক্তের মনোস্কামনা।
পাপ-তাপ দূর হবে থাকবে না শত্রূভয়,
করোনা মহামারী এবার হবে ক্ষয়।