T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ গৌতম চট্টোপাধ্যায়

ভ্রান্ত-ধারণা
শুনছি ধারাভাষ্য….., এখনো আমি হাঁটছি দেখো রাস্তায়.., তোমরা বুঝি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত, হয়তো আমিই রয়ে গেছি অবিমৃষ্য!
তাই চৌরাস্তায় শুধুই জাবর কাটি…., ঘুণ- স্বপ্নের জলে ভেজা বেড়া, চালা…, পরিবর্তন ! ধারণা বুঝেছি ভ্রান্ত…, মঞ্চে মঞ্চে শুধুই যাত্রা পালা!