T3 || কোজাগরী || বিশেষ সংখ্যায় গৌতম চট্টোপাধ্যায়

বোহেমিয়ান
তোমার সেই শহরে
আমলকী’টির ডালে
ফুরফুরে বেশ হাওয়া…,
পড়ছে সন্ধ্যে ঝরে,
আর আমার বাঁচতে চাওয়া..,
তুমি টের নাইবা পেলে
সেই মূর্ছনা – গীত…,
আমার শহরে কালক্রমে
এখন ভীষণ শীত!!!
প্রশ্ন ভারী কামুক,
বিস্ময় রাত জাগুক,
বিরাম যতি নাই…,
শব্দ হ’য়ে থৈ-জলেতে
ভাসতে আমি চাই!!!
আমার জীবন তোমার
প্রেমে ছন্নছাড়া…,
যাযাবরের মরীচিকা
শান্ত, সর্বহারা!!!
তবুও আমি জানি,
না মানো, আমি মানি,
আকাশের ওই উল্টোদিকে
চলাই আমার রীত….,
ক্রমে- ঠেলা জীবনেতে
এখন ভীষণ শীত!!!
স্বপ্ন, গভীর আকাশ..
মুঠোয় আমি জেদী,
এই একটু জীবন বাকি..,
মেলবো তবু ডানা..,
চীৎকার’টা ঠোঁটের ফাঁকে
হবে গগনভেদী…!!!
তোমার রংবাহারী প্রেমে
উন্মত্ত আছি,
ক’টা’ই বা দিন বাকী?!!
আগেও ছিলাম, এখনো
এক বোহেমিয়ান পাখি!!!