শনিবারের ছড়ায় গৌতম বাড়ই

অন-লাইনের ক্লাস
মাম্মী আমি বাড়ছি দেখো অনলাইনের ক্লাসে
আগে বলতে নষ্ট হবি মোবাইলের এই ফাঁসে।
ড্যাড বলে তোমায় দোবো দুরন্ত এক ভার্সন
ক্লাস করবে জবরদোস্ত নো এনি টেনশন!
বলছে ডেভিড কোভিড তোরই সবটা ক্রেডিট
প্যারেন্ট বলে কিরে অন লাইন হবি না আজ?
তোদের তো ঘরেই বসে এখন একমাত্র কাজ।
ডেভিড পড়ে ধন্দে মোবাইলের গোলক প্যাঁচে
এইভাবে কী নো এনজয় এই জীবনটা বাঁচে?
আগে তবু বায়না করে শুধু ভিডিও গেম খেলতো
গেম টেম সব ভুলে গিয়ে কত যায় পড়া বলতো?
অনলাইন নয় এখন শুধু বই পড়িনা ইচ্ছেমতন বই
গল্প বলি ছবি আঁকি আছে আমার টেকটাচে হৈ চৈ!