T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন গৌতম বাড়ই

প্রেম রঙে রাঙিও হোলি
ঋতুরাজের ঋতুরসাজে ফাগুন আসে মাদারগাছে
ফাগুন আসে পলাশবনে বনপাহাড়ের জঙ্গলে
সবুজদোলা হিল্লোলে কচিপাতার দোদুলদুলে
ফাগুন আসে রঙ মাখিয়ে বসন্তের বাতাস মেখে
ফাগুন আসে বৃন্দাবনে ফাগুন হাওয়ায় হোলি হে!
দোলের রঙে রাঙা হল শ্রীক্ষেত্র আর এই ধরণীতে
পূর্ণিমার ওই চাঁদের আলোয় নিমাই ওড়ায় ধরাধামে
ভালোবেসে পথের পরে ফাগ-ফাগুয়ার রঙের গুলাল
রমণী আর পুরুষকুলে মাতলো বসন্তের এই উৎসবে
প্রেম ছড়িয়ে গিয়েছিল এই আলোয় ভরা বসন্তরাতে
জোছনামেখে ঝোলায় ঝোলে শ্রীরাধা আর কেষ্টকানাই
আজ ধুলোয়মাখা পড়ে থাক অশুভ আর যাচ্ছেতাই!