কবিতায় গৌতমী ভট্টাচার্য

বৃষ্টিরা সব
সারাদিন মেঘলা আকাশ মেঘের দাপট —
অস্থির সময়ের আনাগোনা,
বেসুরো মনের কানাকানি মনকেমনের কথা,
স্মৃতির অঝোরে পিছন ফিরে তাকাই,
গল্পগুলো জড়িয়ে আছে একের সঙ্গে একাই।
সেদিন মাঝ রাত্রে বৃষ্টি এলো ঝমজমিয়ে,
জানালার সার্সিতে ফোঁটায় ফোঁটায়
বৃষ্টি রেখার আঁকিবুকি অজস্র টান!
বৃষ্টিরা গল্প বলে স্মৃতি বিস্মৃতির অজস্র গোপন দীর্ঘশ্বাসের,
বাতাস তখন আঘাত হানে মন-মহলের রুদ্ধ দ্বারে।
মন উচাটন সঘন রাত্রি গভীর গোপন কথা–
রুদ্ধ দ্বারের অন্দরে থাকে সযত্ন ভাজের খাঁজে,
বৃষ্টির রাতে আনাগোনা করে গোপন অভিসারে–
সঙ্গোপণে দ্বিধা থরথর বক্ষে!
কত অজানা দিন অজানা সময়ের গল্প বলে চলে–
স্মৃতির পাতায় লেখা হয়ে থাকে অজানা কোনো রূপনগরের কথা।