T3 || স্বাধীনতার খোঁজে || বিশেষ সংখ্যায় গৌতম বাড়ই

সাতে পাঁচে পঁচাত্তর

নিম্বাস মেঘের মতন দৌড়চ্ছে স্বপ্নের দরজা
আমাদের চৌরিচেরার ইতিহাসযূথে
এক এক করে বলছি তোমায়-
হাইফেনে পূঁজরক্ত জমে আছে
তারপর অগুনতি স্নেহের কোলাজ
বাতাসবাড়ি উড়িয়ে নিয়েছিল পরনের কাপড়
লজ্জাঅঙ্গ শুধু ঢেকে ছিলাম বল্কলে
যোগে পাকস্থলী গুম করতে শিখেছিলাম
ম্যাজিকে কিডনি হাফিস
যৌনতাকে এখানে বট পাঁকুড়ে বেঁধে রাখি
আ-হা- হা কী সুন্দর বটে গুহাচিত্রের পাহাড়
সমুদ্রের কল্লোলে যেটুকু উচ্ছাস তোড়জোড়
তা ক্রমশ বোতলবন্দী আর ঢেউ স্তিমিত হয়
যে রাস্তাটা ক্রমে ছোট হতে হতে নদীর ঢালে
গড়ায় সেখানে দাঁড়িয়ে আছেন আদিমমাতা
বাগনান থেকে লেবানন দূরত্ব কত?
শুধুমাত্র মেয়েদের সার্চ লাইটগুলো জ্বলছিল
অলিম্পিক্সের রণাঙ্গনে
চারদশকের পরে কৃপাহীন হকিস্টিকেও আগুন
দেশটির নাম ভারতবর্ষ আর মেয়েটির নাম চানু যদিও ঐ নামে আরও একটি মেয়ে আছে
জানি স্বাধীন দেশের উজ্জ্বলতা বাড়াতে
প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত মেয়েদের গুণগান গাইবেন
আর আদিমমাতা ধর্ষিত মেয়েদের হয়ে
সেই নদীর ঢালে মুখ লুকোবেন
এরপরও আমরা উদযাপন করব
আমাদের অমৃত স্বাধীনতা
দেবদারু ভারতের বুকে
যা এগিয়ে আসছে আরও কাছে আরও
বাস্তারে কিংবা লোহারডাগায়
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।