T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ গৌতম বাড়ই

ভেবেছি তাই ভালোবেসেছি
কী করে বোঝাই আমি এখনও ভালবাসতে জানি
ভালবাসতে পারি সমুদ্রের বাতাসের মতন
ঢেউ থেকে ঢেউ তরঙ্গগর্জনে সিন্ধুসফেনে
হৃদয়ের খুব গভীরের ভালবাসার ফুল ।
ঈশ্বরের অনন্তশ্বাস আমারও অন্তিমে খেলা করে যাবে
প্রেম এবং উদীয়মান সূর্যসকালের অবস্থান
সমকোণে বিস্তৃত এ পৃথিবীর চারণভূমিতে।
তবুও কেন সূর্যআলো ফিকে করে হৃদয়ের ভাসমানে
মগজের জটিল প্রকোষ্ঠে জিঘাংসা নেমে আসে?
প্রেম দিবসের জন্য দেওয়ালে দেওয়ালে লিখন হোক,
আমাদের তরঙ্গমালার প্রতিটি বুদবুদে লালগোলাপের
খুশবু ছড়িয়ে আছে। শত্রুর শাণিত অস্ত্রেও পরিয়ে দেব
ফুলেরমালা আর মিত্রের বুকে জীবনের সব আনন্দময় চুমোগুলি। প্রেয়সী! তুমিও থাকবে না বাদ, আগামী বসন্তে ঠোঁটের পাপড়িযুগল রাঙা হয়ে উঠবে।