হৈচৈ ছড়ায় গৌতম বাড়ই

বাগনানের ভাগনা
বাগনান না কী হাড়োয়া থাকে বলে শুনেছি
আমাদের সেই ভাগনা শ্রী হাবুরাম কলমচি।
বাড়ি থেকে রাগ করে এক কাপড়ে সোজা
পায়েতে জুতো ছিল কিন্তু ছিলনা মোজা।
হাতেতে কলম ছিল লেখারও দম ছিল
তবলায় ঠোকাঠুকি সুর তাল লয় ছিল।
সেই যে পগারপার বছরও কেটেছে কুড়ি
আমাদের বড়দি তার শোকে হয়েছে বুড়ি।
একদিন শোনা গেল মাটিগাড়া হাটেতে
ধুনি জ্বেলে বসে আছে তবলা বাজায় সে।
বেআক্কেল জুতো পরা মোজা ছাড়া এ সাধু
বলে কিনা আমি হলাম তোর দাদুরও দাদু।
তারপর হরদম শুনি আমি ঐ থাকে হাড়োয়া
বাগনানে তার বৌ থাকে সে নাকি জারোয়া।