ছোটদের জন্যে বড়দের লেখা গৌতম বাড়ই
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
রিমঝিম বৃষ্টি
টাপুস টুপুস মেঘ আকাশ গায়ে জমিস
বাদল কালো করে ঝর্ণা ধারায় ঝরিস।
টুপ টুপ টুপ ঝরিস দেখি সারা দুপুর
চুপ চুপ চুপ ভরছে নালা পানা পুকুর।
ওই মেয়েটা লালিবুলি আয়না এট্টু খেলি
এই ছেলেটা গুগলি চলনা মাঠে বৃষ্টি চলি।
ব্যাঙ ডাকছে ব্যাঙ উদাস কেন পাড়া?
মন ভিজের সন্ধে যে চপ সিঙ্গাড়া ছাড়া।
আদুড় বাদল গা ভিজে ঠকঠক কাঁপে
বাবা এলো হাট পেরিয়ে বন্ধ করে ঝাঁপে।
বর্ষা আকাশের ঐ ভেজা মনের সজ্জায়
ভূতেদের গল্প মায়ের ভয় ধরে মজ্জায়।
গাছেদের ডালে বসে ভিজে পাখি কাক
বর্ষার পৃথিবীতে ওরা সব ভালো থাক।