কাব্যানুশীলনে গৌতম বাড়ই
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
এভাবেও জানা যায় তলদেশ
চৈত্রের দুপুরে কাগ হতে এসেছিল
বাসন্তীর মেজবোনের পো-টি
বেগুনদহ যেখানে ওর সাথে আড়ি
বাঘের সাথে তার ঘর গেরস্থালি
জানিনা কী করে কাগটি
আস্ত কাগজ হয়ে গেল
কাগজের প্রচার ও প্রসার হল
স্যান্ডহেডসে অপেক্ষমান
জাহাজ এবং মাস্তুলে বুলবুলি
তবুও তো কিছু দুপুরের পকেট
আলোয় ভরে থাকে
মাছ- মাংস না পেলেও
নিরামিষে কিছু সান্ত্বনা থাকে
ভাতের প্রতিটি দানায় খিদের-বু
মুক্ত অক্ষরের আনাগোনা
তোমার যাপনে সমুদ্রের ঢেউ
কালাপানি ফসফরাসের জ্বলন
সীগাল তোমার জলযাত্রা আঁকে
গলার সিন্ধু- ঝিনুক মালা ছিঁড়েছে
স্মৃতির আলমারিতে রেখেছি তা
কখনও বাজুবন্ধ পড়ি আরপার
অবাক নীলজল ছুঁয়ে দেখি বারবার
তুমি টাইটানিক মরতে চেয়েছ
আসলে অজানা হিমশৈলের
চূড়ান্ত গভীর গোপন মাত্রাহীন আঘাত!