ক্যাফে কাব্যে গৌতম বাড়ই

অতিথি
এক-একটা দিন এমন বাতাস যখন দরজায়
চুপিসারে কথা বলে
দরজা খুলে দরজা ভেঙে অসীমকে চায়
বাঁধন যখন বন্ধনে-বন্ধনে শেকল হয়ে ওঠে
ঠিক তখনই
এই পৃথিবীকে নিজের করে নিজের বুকে
আচমকা ধরতে গিয়ে নিখিল হলো
তাই সজীব বিপুলমাতার পেতে রাখা কোল
তার ওপর ঠাঁই নিয়েছে
আকুল করে
নদীর জল গাছের সবুজ গানের সুর
দাঁড়ায় কখনও বৃষ্টিভেজা মাঠে
দু-চোখ সীমাহীন খুঁজছে বিস্ময় চরাচর
মন আলোকজারণ হলে দিগন্ত পার করে
পতাকা উঁচিয়ে ধরে কালের রথযাত্রাতে
মহাকালের সেই যাত্রীদের মতন
শিস দেয় পাখি বাদলের ভেজা ঝোপঝাড়ে
‘তুই আমার মরণ পাখি’—
এই বলে সূর্য ওঠার আগেই সে
অসীম কালোরাত্তিরে ঝাঁপ দিয়েছিল
আরও আলো আর আলোর দূর্নিবার ডাকে।