কবিতায় পদ্মা-যমুনা তে গোলাম আযম

লাল পরীটার ঈদ
লাল পরীটা নতুন জামা
পরে ঈদের দিনে,
মুচকি হাসির দেখতে ঝলক
বাবা আনে কিনে।
মায়ের হাতের কোর্মা পোলাও
মজা করে খাবে
সবার সাথে হেসেখেলে
ইদগাহেতে যাবে।
ঈদগাহেতে গিয়ে পরী
ঘুরবে ঈদের মাঠ,
রোজ হাশরে মুক্তি পেতে
করবে দুরুদ পাঠ।
ছোট্ট বড় সবার সাথে
করবে কোলাকুলি,
এক কাতারে পড়বে সালাত
সব ভেদাভেদ ভুলি।