কবিতায় পদ্মা-যমুনা তে ফিরোজা সামাদ
by
·
Published
· Updated
বিধির প্রণয়ের আঁচল
আমার পাখিটি গেলো উড়ে
দূর থেকে বহুদূরে,
প্রেয়সি- বন্ধু- স্বজন ছেড়ে
মাটির গন্ধমাখা ঘরে !!
পাখি তুমি গেলে ফেলিয়া
রঙ বেরঙের দিনগুলি,
উড়ে গেলো পাখিটি আমার
জরাজীর্ণ সময় ভুলি !!
পাখি উড়ে গেলো চিরতরে
মেঘের ভেলা পেরিয়ে
এই ধরণীর আঁধার কালো
এক নিমিষেই সরিয়ে !!
সোনার পাখি গেলো চলে
রেখে খড়কুটো স্মৃতির,
চলে গেলো ছিড়ে ফেলে
নিঠুর বাঁধা নিয়তির !!
উড়ে গেছে সোনার পাখি
নতুন এক সুরের টানে
গেলো তেপান্তরে মাঠ পেরিয়ে
অজানা সুখের পানে !!
পাখি আমার চলে গেলে
স্মৃতিদের পিছু ফেলে
পাখি তুমি মহাসুখে থেকো
বিধির প্রণয়ের আঁচলে !!