মেহেফিল -এ- শায়র ফারুক নওয়াজ (নির্বাচিত কবিতা)
যদি সব আশ্বাস মিথ্যে হয়ে যায়
কাউকেই বলি না আমি–
দেখা হবে সকাল আটটায়..
অথবা বলি না, তুমি চলে এসো
সাঁঝের আড্ডায়;
যদি সব মিথ্যে হয়ে যায়!
আমি খুব কম যাই মানুষের ভিড়ে
পাশ দিয়ে গেলে কেউ তাকাই না ফিরে
স্বজনের হাত ধরে চুমু খেয়ে বাড়াই না মায়া;
চাই না কারোর মনে দোল খাক আমার প্রচ্ছায়া;
আমি জানি এইসব মিথ্যে দোলাচল..
হয়তোবা কাল আমি হয়ে যাবো শূন্য ফলাফল।
এসেছি একলা আমি, একলাই যাবো
মাঝখানে কেন তবে সখ্যে লটকাবো
তোমরা তো ভালো করে জানোই আমাকে
ছুটি না প্রলোভনে কোনো কেউ যদি ডাকে
কারণ, একটাই– নেই কোনো প্রয়োজন বাড়তি কিছুই..
দিন গেলে চুপচাপ চোখবুঁজে শুই।
জন্মেই পেয়েছি এই প্রকৃতির সবুজ আদর
দিয়েছে শিশিরসুখ শরতের ঘাসের চাদর
বুনোফুল নিয়েছে টেনে অরণ্যের শ্যামল অন্তরে
পাখি ও তরুর শোভা রেখেছে বিমুগ্ধ করে করে
নদী ও মাঠের ডাকে হয়েছি গৃহছাড়া..
পেয়েছি দূরের থেকে নীলাদ্রি ইশারা।
আমাকে নিয়েছে টেনে মাছরাঙা ঝিলের দুপুর;
দিয়েছে আবেগসুধা শ্রাবণের টাপুর টুপুর।
আমি গাঁথি তাদের কাহিনিকা
ছন্দের টুপটাপ কবিতার নির্ঝরিণীকা–
ধুলোমাটি, খড়কুটো নিসর্গের সাথে শুধু আমার সম্প্রীতি..
যেহেতু ওদের সাথে মিশে যাবো জীবনের ঘটে গেলে ইতি।
মানুষ তো স্মৃতিস্নাত জীব
এবং সে স্বার্থক্লীব
এবং সে জন্ম থেকে প্রলোভনের নীল মধুমাছি;
আমিও মানুষ, এটা ঠিক
তবুও ঘুরিয়ে রাখি জীবনের দিক
মানুষের ছায়ামায়া, মোহ থেকে
তাই আমি দূরে দূরে আছি।
কাউকে বলি না, এসো রাত আটটায়
কাউকে বলি না, আজ যাবো আড্ডায়;
যদি সব আশ্বাস মিথ্যে হয়ে যায়!