কবিতায় পদ্মা-যমুনা তে ফারজানা কবীর
by
·
Published
· Updated
প্রেমের ব্যবচ্ছেদ
আঘাতের নিষ্পেষণে আবেগের ফল্গুধারা রুদ্ধ হয়েছে আজ…
কান্নার পাকদণ্ডী বেয়ে উঠে আসে দীর্ঘশ্বাসী বুদবুদ,
বিস্তৃতির অতলান্তে প্রতিধ্বনিত হয় বোবা কান্না আর হাহাকার
পূজিত প্রণয়ের কারুকাজে হতাশার ছেঁড়া অর্বুদ।
শতচ্ছিন্ন প্রেমানুভুতি ব্যর্থ জাগাতে সুখানুভূতি
অবহেলায় নিষ্পেষিত হয়ে নিঃশ্বাস আজ কামনার শীৎকার হয়ে ভাসছে…
অবশিষ্ট নেই কোনো বালুকনাসম ভালোবাসার লেখাজোকা
কালের গহীন গহ্বরে দাফিত স্বপ্নের অণুলিপি, আর ;
প্রেমের দিনলিপি আজ নিমোর্হ চেরা বাস্তব।।