ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ১৯ আগস্ট, ২০১৯

হাজার হাজার শব্দ দিয়ে, অক্ষরের পর অক্ষর সাজিয়ে মানুষ যেকথা বলতে বা বোঝাতে পারে না,শুধুমাত্র ক্যামেরার একটি বা কয়েকটি ক্লিকে তোলা ছবি দিয়ে তাই বলে যান, বলার চেষ্টা করেন ফটোগ্রাফাররা।
১৯ আগস্ট ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে-তে টেকটাচটক এই বিশ্বের সকল ফটোগ্রাফারকে জানায় শ্রদ্ধা।
আমাদের কাছে আসা কয়েকটি ছবি দিয়ে সাজালাম আজকের উপহার।