T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় ফাল্গুনী দে
by
·
Published
· Updated
রবিন ঠাকুর
রবিন ঠাকুর গাঁয়ে গাঁয়ে প্রতিমা গড়ে। বংশ পরম্পরায় এরা মিস্ত্রি। অবশ্যি শহরে এদের শিল্পীর সম্মান। রবিনের সে খ্যাতির আগ্রহ লোভ কিছুই নেই। এদিক-ওদিক যখন যেটা পায় তাতেই পেট চলে যায়। যেমন পেয়েছে সরকারদের উঠোন ঘষে-মেজে পরিষ্কারের কাজ। আজ ২৫শে বৈশাখ। বিকেলে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠান হবে এখানে। বাড়ির ভেতরে কেউ তারই মহড়া দিচ্ছে — “আমারে তুমি অশেষ করেছ এমনি লীলা তব”। কাজের মাঝে মন চলে যায়। তন্ময় হয়ে কাজে ভুল করে আর আকাশ কুসুম ভাবে। হাতের গোড়ায় কখন যে চা নামিয়ে দিয়েছে খেয়াল করেনি। অসাবধানে গড়িয়ে পড়ে উঠোনে। ভয় পেয়ে মাথার গামছা খুলে বিছিয়ে দেয়। কাপড়ের উপর ভিজে চায়ের আঁকিবুকি ফুটে ওঠে — ঠিক যেন রবীন্দ্রনাথ ঠাকুর।