কবিতায় পদ্মা-যমুনা তে ফারুক আহমেদ রনি
by
·
Published
· Updated
তোমার অসুখ
তোমার অসুখ, প্রচণ্ড তাপে বিগলিত হচ্ছে দেহশিরা
নির্ঘুম বিষাদে উপচে পড়ছে উত্তপ্ত নি:শ্বাস
থমকে গেছে গেরস্থালী, ক্লান্তির কাফেলা ফেরি করছে
তোমাকে ঘিরে।
তোমার অসুখ, কাল রাত্রিতে ঝড় নেমেছিল শহরে,
প্রবল বৈশাখী ঝড়, সে ঝড়ে তুমি শুদ্ধতা খুঁজেছো
আলো ছিলনা কোথাও, ব্লাকআউট রাত্রির শরীরজুড়ে
কেবলই তোমার গোঙানি প্রহর বিদীর্ণ করেছে।
সযত্নে লালিত দেহের ভাজে পুলকিত বিস্ময় নিয়ে
তুমি অপেক্ষা করেছিলে আমার জন্য,
মধ্যরাতের চিবুক স্পর্শ করে অসহায় ম্লান জ্যোৎস্না
তোমার বুকের জানালায় আছড়ে পড়েছিল
আর নি:সঙ্গ বেদনায় ছটফটে হৃদয়টা
লাফিয়ে উঠেছিল বারবার।
তোমার অসুখ, প্রচণ্ড জ্বরে পুড়ছিল তোমার শরীর
শুকনো ঠোঁটে উত্তাল ঢেউ, পুলকিত দুচোখ যেন
প্রশান্ত দীঘি যার অতল গহ্বরে ডুবুরী হয়ে
নেমেছিলাম মায়াপথের খুঁজে;
তুমি কি টের পেয়েছিলে আমার ভালবাসার ক্ষমতা?
কাল সারারাত তুমি উদাসীন ইন্দ্রিয় বেদনায়
পুলকিত ছিলে, মায়াবী বিশ্বাসে বিন্যাস্ত ছিলে।
তোমার অসুখ, প্রবল উত্তাপে তুমি উষ্ণ কাতর
আর আমি অনুভবে তোমাকে স্পর্শ করে
বিতাড়িত করেছি আমার স্বপ্নময় প্রত্যাশা।