কবিতায় পদ্মা-যমুনা তে ইকাবুল সেখ

মানুষ হয়ে উঠতে পারলাম না
আমার বড় আফসোস হয়
আমি কখনো পথ হতে পারলাম না
পারলাম না দু’একটা মানুষ কিংবা কুকুরকে পার করে দিতে।
আর আক্ষেপ হয়
আমি কখনোই রাত হতে পারলাম না
দেখতে পেলাম না কার বিবেকে কতটুকু আলো জ্বলে
এছাড়াও
আমার মরে যাওয়ার মতো দুঃখ হয়
যখন পিঠে হাত রেখে দেখি শিরদাঁড়া নেই।