।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় দেবাশিস তেওয়ারী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সম্পর্কের চড়
অনির্দেশের কাচের জলে, শিল্প ভাসে মফসসলে
শিল্প নিয়ে গুলতি চালাই জোরে—-
কাচের পরদা যায় ফেটে যায়,বিশ্বায়নের শুষ্ক মাথায়
এখন কী আর শিল্পটিল্প ঘোরে?
সম্পর্কের ভাঁটার টানে,যা-হচ্ছে,তার কানে-কানেই
ফুঁসলিয়ে যাও ডাকাডাকির পর,
এমনিতে কী মুক্তি আসে? হাত রেখে দিই গালের পাশে
আশায় কষি সম্পর্কের চড়!
শব্দকে ছোঁয়
বেলায় বেলায় ঘুম পেয়ে যায়
আরোহনের গল্প মাথায়
হাতের উপর বয়স্ক-দম্পতি।
শেয়ার করেন ঘনিষ্ঠ স্ক্রিন
মাথার উপর সিগন্যাল গ্রিন
রিমেক—যাতে ধারাবাহিক ক্ষতি!
বাংলা কপি হিংরেজি ঝাড়
অনিয়মের দশটা পাহাড়
স্নানের জন্য ঝরনাতলায়—জ্যামে।
প্রাণের বেগে সেই আরোহন
ঝরনা ফেড়ে দু’পশলা মন
শব্দকে ছোঁয় সুরের জটিল ব্যামে!