কাব্যানুশীলনে দেবাশিস সরখেল
by
·
Published
· Updated
ক্ষীর দাও, খিচুড়িও দাও
কবি ও দার্শনিক মুখোমুখি
ধর্মের গল্পসব রুপকথা
মায়া, মহামায়া
ক্ষণকালের মিলনমেলায় বাতাস
পাঁপড়ের গন্ধে হয় কটু।
কাশের বন ডিঙিয়ে মহামায়া
ছুটে চলেছের রোহিঙ্গা শিবিরে
অমৃতের বাটি হাতে স্মৃতিরূপে সংস্থিতা
ফুলে ফুলে বিধুর মন্ডপ
মহাকালের উনুনে চপ ভাজে যোগিনীতিষু।
ওকে ডাকো, রাখো বক্ষনীড়ে।
সভ্যতার নিবিড় রূপকথাগুলি
খেলে যায় ধুনুচি নাচনে।
ওদেরও ক্ষীর খিচুড়ি দাও
শরতের মায়ামেঘপুঞ্জ দেখি
শান্তিরুপেন সংস্থিতা।