T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় দেবাশিস সরখেল

মেঘোমালা
একমাস শুয়ে থেকে আবার জীবনকথা
গাইতে গিয়ে দেখেছো
অন্ধকারের কহনি
সীমান্তরেখার গল্প
ততটা খায় না কেউ ,
যতটা প্রেম খায়
অপ্রতিরোধ্য জড়াজড়ি
চুমু খায় ।
খেতে গিয়ে লালারস ঝরে ।
অন্তরে বিভীষণ মেঘ করে
বৃষ্টি ঝরে
অন্তরে অন্তরে তুমি
বাহিরে বাহিরে
সর্বদা থাকো নিজো ঘরে
এ লেখা যে খেলা নয়
তবু খেলা শেষ করে খেলা
বেলা শেষ করে ঘরে ফিরে যায় পর্বতের
শান্ত মেঘমালা।
5 টি তরু 0 ডাল
দেবাশিস সরখেল
একের ভেতর দশের মরন
তোমার ধরন বুঝতে পারাই ভার
এমন অরূপ ঝংকার ।
পড়লে জালে যতেক কবুতরা
ধরাকে ভাবো সরা
তেমনি কপাল বিহান বেলায়
খাচ্ছো মশকরা ।
শরৎ মেঘে যেমন বসুন্ধরা
একের ভেতর দশটি মানুষ
কেউবা আগুন কেউবা তুষ
জীবন তোমায় করছে দূর্মুস
বারংবার ।
নকল গয়না রংচটা হার
বাজনা মিছে অনেক পিছে
অরূপ ঝংকার ।
এই ধরনীর ঐ তরণী
নৌকা ভিড়ে আপন মনে
আকাশজুড়ে বজ্রমানিক সোনার থালা
ছিড়ল মালা ।
চারাল কাটে খাল
তরু পাঁচটি 0 রে এসব ডাল ।