একদিন একটা ছোট্ট দেওয়াল খসে পড়তে পারে।
. . . পারলে
ধ্বসে পড়তে পারে তোমার ছাদের চুন সুড়কি।
. . . পারলে
কেঁপে উঠতে পারে তোমার বিছানা।
পয়ার ছন্দে
মুক্ত ছন্দে
গদ্য ছন্দে।
এগুলো হতে পারলে, তোমার নাভিদেশ হতে
জন্ম নিতে পারে সুদীর্ঘ হাইফেন। সেই হাইফেনে চড়ে
তোমায় লিখে দেবে অন্ধ বিটোভেন।
. . . পারলে
আমি মোৎসার্ট সেজে আমার মৃত্যুকালীন অপেরা
রেখে যাব তোমার বালিশের তলায়।
কোনো অমীমাংসিত রাতে তোমার নগ্ন দেহে লেপে নিও
খসে পড়া চুন সুড়কি।।