ক্যাফে কাব্যে দীপঙ্কর সরকার

কুটকাচালি
কবিরা আকচা আকচি করে কথার ঘোর
প্যাচে , এ ওর পিঠ চুলকায় হাওয়া এসে
হাওয়া এসে ফিরে যায় নন্দন চত্বরে
বোকা বোকা কবিরা সব কবিতা পড়ে
ফিরে যায় ব্যঙ্গ বিদ্রূপে ।
কেমন !
কাঁধে ব্যাগ উস্কোখুস্কো চুল উদাসীন
প্রিয় , কথার আড়ালে কোন সত্য তুলে
ধরে পাঠক বোঝে না অত শত ।
করতালি দেয় নগদ বিদায় যেন দু-এক
পঙ্ ক্তি বাহবা কুড়ায় জ্ঞাত বা অঞ্জাত
পরিসরে ।
কবিরা আকচা আকচি করে কথার ঘোর
প্যাচে , এ ওর পিঠ চুলকায় হাওয়া এসে
ফিরে যায় ব্যঙ্গ বিদ্রূপে ।