কবিতায় দেবাশিস সাহা

কোলাহল রঙের সংসার
দূর পাহাড়ি গ্রামে স্কুলবাড়ির পাশে
আলোর বাতাসে কেঁপে ওঠে মন
দিনগুলি বয়সের ঝরাপাতা
ভেসে যায় নগরের নদ-নদিতে
সুযোগ হলেই
বয়স থেকে নেমে আসি শৈশবে
খেলার মাঠে গড়িয়ে যায় সূর্যাস্ত
অন্ধকার সরিয়ে সরিয়ে
হাত ধরি লালের
বাড়িটা একা হয়ে যায়
নি:স্ব হয়ে যায় লালের আত্মীয়স্বজন
কাঁপা কাঁপা হাতে কেউ যেন লিখে রাখে
আমি ভালো নেই, মোটারাম
এই দু:সময়ে কেউ ভালো নেই লাল
রক্তাক্ত ভোর কাঁধে করে
আজও ফেরি করি সেবাশুশ্রূষা
বিকেলগুলো জমিয়ে রাখি
স্মৃতির আল্পনা আঁকার জন্য
সময় চলে যায়
দেখা হয়না তোমার সংগে
কোলাহল রঙের সংসার
তবু একা লাগে
চোখ বুজলে স্পষ্ট দেখতে পাই
শেষ ট্রেন ঘরে ফেরে
শহরের যাবতীয় কালি মেখে।