প্রফুল্ল সুন্দর মুখ বিশাল লোচন
বলিষ্ঠ সুপীন্ন অঙ্গ শ্যামল বরণ
প্রসারিয়া দুই বাহু সুম্মুখের পাণে
আলিঙ্গন দিতে যেন চান ত্রিভুবনে
সুভদ্রা বলাই শোভা করেন দক্ষিণে
দিব্যি অস্ত্র সুদর্শন রয়েছেন বামে
বামে ও দক্ষিণে শোভে লক্ষ্মী সরস্বতী
সম্মুখেতে ব্রহ্মা শিব করে স্তব স্তুতি
ভক্তগণ চিত্তে সুখ দিতে এই রূপে
বিহরেন শ্রী গোবিন্দ সমুদ্রের তীরে
এই রূপে মোর চিত্ত করিয়াছে চুরি
জগন্মাতা তব পদে এ মিনতি করি
চোরে আনি দাও খাতা আমার গোচরে
প্রেম দড়া খানি মা গো দিয়ো সেই সাথে
প্রেম দাড়া দিয়া সেই চোরের চরণ
বাঁধিয়া রাখিব হৃদে যাবজ্জীবন।।