ক্যাফে কাব্যে দীপঙ্কর সরকার

পরিতাপ
শূন্যের পথে বাড়িয়ে দুহাত দুঃখ পেলাম
শুধু , ছুঁয়ে দ্যাখা হল না মেঘ বলাকার শ্রেণি ।
ল্যাম্পপোস্টে দাঁড়িয়ে রোদ অনুভবে বুঝি
আকাশ এখনও উদার , সংযত নয় অলিখিত
ইচ্ছেগুলি ।
শূন্যের বুকে ফুটে থাকে আজও নক্ষত্র রাজি
আমাদের দৃষ্টি পৌঁছায় না সেখানে , চোখ থাকে
কামিনী কাঞ্চনে । আর স্বপ্নের বেলুনে হাওয়া
দিই , কখন যে ফানুস হয়ে চুপসে যায় টের ও
পাই না ।
শূন্যের পথে বাড়িয়ে দুহাত কেবলই হাহুতাশ করি ।