ক্যাফে কাব্যে দীপঙ্কর সরকার

অভীপ্সা
ধূলি ধূসরিত পথে একদিন হেঁটে যাব
একা , বাতাস সাক্ষী থাকবে মেঘেদের
মতো উড়ান দেব ঈশান নৈঋর্ত ।
ঐশ্বর্য বৈভব ভুলে চাঁদের দেশে দেব
পাড়ি , অপেক্ষায় থাকব তোমার , হাতটা
ধরো যদি দুজনে ভেসে যাব নীলিম
শূন্যতা বরাবর ।
মহাজাগতিক ধূসরতায় হব অন্তর্লীন
অভীপ্সা পাথেয় কেবল , দু-চোখে স্বপ্ন
রঙিন শুধু হাতটা ধরো যদি এনে দেব
একমুঠো সোনা রোদ্দুর ।