চারিদিকে শুধুই স্তাবক!
নিপুণ অছিলা…অভিনয়।
মেলোড্রামা বা সার্কাস – যাই ভাবা হোক না কেন,
সেও বড় কম পড়ে যায়…!
জীবনের জলছবি এ নয়…তা কি হয় কখনো!
পাঁচ:
না চাইতেও কখন যেন
অনবধানেই কিছু কিছু অক্ষর
লেখা হয়ে যায় প্যাপিরাসে…
কত বর্ষা আর ঝড়ের দাপটেও
তার দাগ মোছে না !
অনেকটা সেই হাত ফসকে পড়ে যাওয়া
সিলভার নাইট্রেটের মত।
শীতের আবেশ জড়ানো
কোনো এক পড়ন্ত বিকেলে,
হ্যামিলটনের বাঁশীওয়ালার
মিষ্টি সুর শুনবে বলে অপেক্ষমান
জীবনের দিকে তাকিয়ে,
মুচকি হাসে শ্রোয়েডিঙ্গারের
বিড়াল ছানা …
আর অস্তিত্ব ও অনস্তিত্বের
যাবতীয় দর্শন ও উপলব্ধির
সব মাত্রাকে অতিক্রম করে
আকাশের বুকে তখন ব্যাপ্ত হই আমি…
আমরা সবাই।
ধ্রুব সত্য শুধু ঐ এক মুঠো ছাই !
আমাতেই তখন সমগ্র চরাচর…
মুক্তি…দেবযান আর মনফকিরা।