কবিতায় বলরুমে দীপক রজক

স্পর্শ
শাড়ির আঁচল ছুঁয়ে উড়ে গেছে কথারা,
মেঘের ভাঁজে ভাঁজে
নিতম্ব ছুঁয়ে ঝরে পড়েছে স্থবির প্রেম,
তোমার স্পর্শে অভিলাষী সুরে বৃষ্টির মতো দুঃখ,
রাজকন্যার রুপে বানভাসি হয়েছে,
এরপর একটা দুর্যোগের
বৃষ্টিতে ভিজে স্পর্শ বিশ্লেষণ করলে,
নিষ্প্রাণ শরীরের পাশে শুয়ে থাকে রক্তাক্ত কবর।