T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন দেব নির্মল

রঙের ছটা…
দে দোল দোল দোল, তেঁতুল পাতায় লাগল কল্লোল;
বসন্তের আকাশে পাগলা হাওয়ার লেগেছে হিল্লোল।
সিঁদুর রাঙা পলাশ বনে চল রে সখী নাচি সদলবল,
খোলনা মনের বন্ধ দুয়ার, রাঙিয়ে তোল হৃদকমল।
বাঁধ ভাঙা ঐ জোয়ার এসে বইছে তরী উজান বেয়ে,
মনমাঝি গাইছে গান, থাকবে নাকো তোর পথচেয়ে।
নাইবা থাকুক বিত্ত আমার, চিত্ত আজও মলিন নয়;
দেখনা চেয়ে দূর আকাশে, রঙের ছটা কত রম্যময়।
ভুবন জুড়ে গাইছে গান, কোকিল শোনায় কুহুতান;
ভোলনা মনের সব বিরহ, গাইব দু’জন প্রেমের গান।
রক্ত ঝরুক গোলাপ কাঁটায়, তার পরশে ভরবে মন,
গুঁজব গোলাপ চুল খোপাতে, করব তোর মন হরণ!
ফুল বাগিচায় মেলে ডানা, উড়বে রঙিন প্রজাপতি;
বসুক উড়ে তোর পোশাকে, উঠুক গড়ে প্রেম বসতি।
আসবি ছুটে তুই বাহুডোরে, থাকবি এই বক্ষ জুড়ে;
লাগিয়ে ফাগ তোর কপোলে, খেলব হোলি অন্তরে।
হোকনা প্রকাশ মনের রঙ, যাক মুছে সব কালিমা,
বসন্তের দোল উৎসবে বাড়ুক মিলন সুখের গরিমা।
আয় রে আমার মনপিয়াসী, ছড়িয়ে দিয়ে বক্ষসুধা,
মাতব দু’জন হোলির খেলায়, থাকুক সাক্ষী বসুধা।