T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ দেব নির্মল

বীণাপানি
এসে গেল শ্রীপঞ্চমী, এসে গেল পুজো
বই খাতা গুছিয়ে রেখে সরস্বতী খুঁজো।
কলমেতে কালি আজ ভরে নাকি কেউ
লেখাপড়া সবেতেই জেল পেনের ঢেউ।
উঠে যাচ্ছে ক্রমশ নতুন বই পড়ার নেশা
গুগল আর ইউটিউবে মিলছে সব দিশা।
বীণা, সেতার ধরেনা ভুলেও কেউ আর
বক্সে ডিজে সঙ্গীত শুনে প্রাণ জেরবার।
উঠে গেল এখন হাতেখড়ি দেওয়ার প্রথা,
দু’বছরের শিশুকে স্কুলে ভর্তি! কেন ব্যথা?
তখন ছিল রীতি পুজোর পর কুল খাওয়া
মায়ের প্রসাদ খেয়ে পরীক্ষায় পাশ হওয়া।
কোথায় সেই হাল্কা শীতে গাঁদা ফুলের গন্ধ
পুজোর দিন শুধু ঘোরাঘুরি, লেখাপড়া বন্ধ।
বসন্ত পঞ্চমীতে প্রথম প্রেম নব কৈশোরের
সেই নিষ্পাপ সখ্যতা ছিল বড়ই আনন্দের।
ভ্যালেন্টাইন ডে এটা এখন বাঙালির প্রাণে!
মনের সরস্বতীর খোঁজে কাটে দিন যৌবনে।
তাহলে আজ শিক্ষার মান কমার কারণ কি?
এটাই সত্য, শিক্ষণে সরস্বতীর দয়া চাই বৈকি!