আমি মরে যাবার পরও, খুব কম করে
আরও দশবছর তোমাকে থাকতে হবে
এই শরীরটা নিয়ে
সেইসময়ের একটা গল্প আজ পাঠককে
শোনাব , যা তুমি প্রত্যক্ষ করবে
সেই আগামী দশবছর পর
ততদিনে তোমার উপর থেকে
সমস্ত কপিরাইট উঠে যাবে
যে কেউ চাইলেই স্নান করতে পারে
স্বপ্নভরা একটি নদীর জলে
যদি যথার্থ প্রেমিক হয় এবং
দূষণের আহ্বায়ক না হয়
সেই দশবছরেও বর্ষা আসবে
সম্পূর্ণ ক্যালেন্ডার জুড়ে কেবল
আষাঢ়ের যাত্রা থাকবে শ্রাবণের দিকে
নহবতের সহযোগিতা থাকবে সঙ্গে
সেদিন তোমার হৃদয় শুধু সত্য বলবে
চোখে থাকবে কেবল দেখতে চাওয়া
দুহাত জুড়ে স্পর্শের নির্ভীক রাই
সাদাকালোর সহাবস্থান নিয়ে সেদিন
অমূলক কোনো নাকের দৈর্ঘ্য
তোমাকে চিন্তিত করবে না । সেদিন
বর্ষা এবং অন্ধকার যত ঘন হবে
আমার আসার রাস্তা তত স্বচ্ছ হবে
টানা সেই দশবছর ধরে
একটা শরীর আর একটা অশরীর
স্বপ্ন বিষয়ক গবেষণা চালাবে অহর্নিশ