ক্যাফে কাব্যে দেবীকা মিস্ত্রী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বাঙালী
বাঙালী মানে, একটু আধটু থাকবে মাথায় ক্র্যাক্
বাঙালী মানে, মাছভাত আর হেঁটে চলার রং ট্র্যাক্।
বাঙালী মানে, বারোমাসে তেরোপার্বণ আর গল্পের তপোবন
বাঙালী মানে, শরৎকালে উমার আগমণ ।
বাঙালী মানে, দূর্গাপুজো, জামাজুতো আর শাড়ি
পয়লা বৈশাখ, নবান্নের ডাক – আইসো আমার বাড়ি।
বাঙালী মানে, গলদা চিংড়ি, সর্ষে ইলিশ আর দই-
পাতমুছে খেয়েদেয়ে না বলা জিজ্ঞাসা- রসগোল্লাটা কই ?
বাঙালী মানে, লালপাড় শাড়ি আর সিঁদুরে ঢাকা কপাল
দিনরাত তাসপেটা পুরুষ স্বপ্নে সাজে গৌর নিতাই আর গোপাল।
বাঙালী মানে, পায়ে হাত দিয়ে প্রণাম, নেই হ্যালো হাই
বাঙালী মানে, আমার পরাণ যাহা চায়, তুমি তাই ।
বাঙালী মানে, দেশপ্রেমি বিপ্লবী আর স্বাধীনতা সংগ্ৰামী
বাঙালী মানে, আমি-র চেয়ে তুমি-টা বড্ড দামি ।
বাঙালী মানে, রবিঠাকুর, কাজী নজরুলে দেওয়া ডুব
বাঙালী মানে, ফেলুদা আর ব্যোমকেশে নেশা খুব ।
বাঙালী মানে, পাড়ার মোড়ে জমে যাওয়া চায়ের আড্ডা
সামান্যতেই জমানো তর্ক আর বাক্-বিতন্ডা ।
বাঙালী ভাবে সবাই আপন, আপন করার লড়াই
নিজের কথা নাইবা বলুক, আছে পরকে নিয়ে বড়াই ।।