নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (পর্ব – ৫)

কৌতুক নাটক – কি কেলেঙ্কারি

পঞ্চম দৃশ্য – বাড়ির উঠোন

(বাচ্চাটি এসে বলে)

বাচ্চা। পান করা মানে খাওয়া।আর না খেলে বলেনা ভালো ছেলে।দুর মিথ্যা কথা। একমাত্র দুধ না খেলে বলে না ভালো ছেলে।তাই আমি দুধ খায় এই এমনি করে।(মাইপোষ চুষে) আমার মা বলেছে দুধ খেতে। তোমরা বলো মা কি কখনো মিথ্যা কথা বলে।না গো আমি আর ঘুমিয়ে যায়নি। ঘুমোনা আর চলবেনা।আমি ঘুমোলে চলবে কি করে!এখন অনেক দুষ্টু লোক ঘুরাঘুরি করে আর মিথ্যা কথা বলে। আমি ঘুমিয়ে থাকলে আমার মা কে ঠকিয়ে আমাকে লোকে নিয়ে পালিয়ে যাবে।কারন আমি ভালো ছেলে।আমি তো দুধ খায়।যারা দুধ খায় তারা ভালো ছেলে । তাই আমার মা বলে দুধ না খেলে বলেনা ভালো ছেলে। সত্যি কথায় তো বলে।

মাছ বিক্রেতা। মাছ মাছ ভালো মাছ।জ্যান্ত মাছ আমার পুকুরের টাটকা তাজা মাছ।চুনো মাছ বড় মাছ। মাছের মাছ।মাছের মা মাছ,মাছের বাবা মাছ।মাছের গুষ্টি,মাছের পরিবার সব মাছ আজ বিক্রি আছে।সব টাটকা তাজা মাছ।

বাচ্চা।মাছওয়ালা ও মাছওয়ালা শুনো শুনো তোমার কানে কানে একটা কথা আছে ।

মাছ বিক্রেতা।কি কথা বাবু । আমার মাছ আছে তো।আমাকে বিক্রি করতে হবে তো।আর কি বলবে বলো, জোরে জোরেই তুমি বলো।আমি শুনছি।

বাচ্চা। তবে জোরেই বলি।(জোর করে বলল)বলছি হা গো মাছেদের মা, বাবা, ভাই বোন থাকে?

মাছ বিক্রেতা।তা থাকবে না নিশ্চয় থাকে।সে কি বলব জলের তলে মাছেদের এই বড় বড় ঘর আছে তো।এই এত বড় বড়।আর মাছের মাসি পিসি,ভাই বোন,কাকা কাকিমা।মামা ভাগ্নে সব আছে।

বাচ্চা ছেলে।আর দুধের এই বোতল টা ?এটা কি নেই!
মাছ বিক্রেতা।আছে বৈ কি।না হলে মাছের ছানারা দুধ খাবে কি করে।আর বড় হবে কি করে।

বাচ্চা। কিন্তু একটা কথা মাছ ত জলে থাকে তবে দুধ খায় কি করে!
মাছ বিক্রেতা।কেন চুমু দিয়ে , চো চো করে,গন্দল দিয়ে গন্দলায়, গন্দলায়।আর কি করবে।

(চাওয়ালা এসে বলে)

চাওয়ালা।আর কাপে করে ফুঁ দিয়ে সুড়ুক সুড়ুক করে।গরম চা খাওয়ার মত করে।গরম করে করে।চা এর মত।

বাচ্চা।হ এমন করে। কিন্তু দুধ গরম করবে কিসে।এটে তো ভাবছ নাই।মিথ্যা কথা গুলো আমি বুঝে গেছি। আমি বাচ্চা হলে কি হবে আমি সব বুঝি। আমার মা বলে।

চাওয়ালা।দুধ না খেলে বলেনা ভালো ছেলে।

বাচ্চা।হ ঠিক বলেছ ।তোমরা তো দুধ খাওনা।তাহলে ভালো ছেলে হবে কি করে।সব পঁচা ছেলে। একমাত্র আমি হলাম ভালো ছেলে।

মাছ বিক্রেতা।কেন আমি কি খারাপ ছেলে।আমি হলাম জেলে।দুধ তো খাওয়ায় আর নিজে খাই।তাইতো আমি বলি মাছ আছে গো মাছ মাছ।টাটকা মাছ।জ্যান্ত মাছ।বড় বড় মাছ ।
(বলতে বলতে চলে যায়)

চাওয়ালা।আর আমার কাছে আছে গরম চা।লেমন চা।চা খাও সব চা চা। ভালো চা।
(চলে যায়)

বাচ্চা। সবাই চলে যাচ্ছে। নিজের নিজের কাজে।আর। মাথা কাজ করে তারাও ভালো ছেলে আমার মা আমাকে তাও তো বলে।তাই শুধু দুধ খেলে যে ভালো ছেলে তা নয় গো তা নয়।
(চলে যায়)

ক্রমশ……

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।