একটি প্রাক স্বাধীনতার গল্প
সন্ধ্যা শুরু করল তার গান ঝিরিঝিরি দিয়ে । ছাতা বলল নেতিবাচককে চুপ করে শোন। সচেতনকে ধাক্কা দিয়ে চলে গেল
স্বাধীনতার বাইক হর্ন ছাড়াই , হেলমেট ছাড়াই । বল বল বল সবে । দুয়ো উঠছে লাল পাড় শাড়ির । কপালের বিন্দিয়ায় তিনরঙ আর কপাল খুশি খুশি হও ধরমেতে ধীর । র কে র বললে সে আজ রাগে না । গল্পের ভিতর ঢুকে যায় সাদা পাঞ্জাবি । কাল স্বাধীনতা চার চাকায় চাকায় শের ই পাঞ্জাবে ফরেন লিকার ঢেলে তার স্বাস্থ্য পান করতে করতে সারে যাঁহা সে আচ্ছা । পরিকল্পনা তাকে সুড়সুড়ি লাগায় গলায় তেরঙা দিয়ে আর তার থুতু লাল করে দেয় কালো পীচকে । কেউ এই বর্ণ বৈষম্যের প্রতিবাদ করে না । স্বাধীনতা জানে এরা কেউ বর্ণপরিচয় পড়ে নি । বোবা আর অন্ধদের মুখে ধোঁয়া দিয়ে স্বাধীনতা আর পরিকল্পনা লাল আলোদের পাড়ায় দাপায় মধ্যরাত অবধি । রাস্তায় পড়ে থাকে বেহেড । ভাদ্রমাসের কুকুর সঙ্গমের পর পা তুলে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পড়ে স্বাধীনতা আর পরিকল্পনার উপর তার কাজ সেরে নেয় । ভোরের ব্যান্ড একটা বিরাট পার্টি ডাকে ওঠ গো ভারতলক্ষী
বাতাসে উড়ে যাচ্ছে এক টাকার
স্বাধীনতা দিব্য