গল্পবাজে দেবাশীষ মণ্ডল

একান্নবর্তী পরিবার
একান্নবর্তী একটা পরিবার। পরিবারের সুখ দুঃখ সবই যেন একে অপরের সঙ্গে যুক্ত থাকে। একজনের আনন্দে পুরো পরিবার আনন্দিত হয়। আবার একজনের কষ্টের ভাগ যেন ঐ পুরো পরিবার টা ভাগ করে নেয়।সব কিছুই তো একান্নবর্তী পরিবারের তাই এমন নিয়ম চালু ছিল।
‘চালু ছিল ‘বললাম কারন একান্নবর্তী পরিবার এখন খুব একটা দেখা যায়না।এখন সে পরিবার আর নেই , প্রায় সব একান্নবর্তী পরিবার গুলো ভেঙে ভাগাভাগি হয়ে ছোট ছোট পরিবার মানে সুখী পরিবার হয়ে গেছে । এখন অন্ন টা আছে ঠিক ই কিন্তু একান্নবর্তী মানে পরিবারের যে পঁচিশ ত্রিশ জন সদস্য ছিল তারা দশ বারো টা পরিবারে বিভক্ত হয়ে গেছে।
এখন সব নিজের নিজের,সুখে একা, দুঃখে একা ,হাসিতে একা,কান্নাতে একা ,ঘোরা ফেরাতে একা ।এমনকি অন্নের হাড়িটাও একা।মানে এখন পরিবার গুলো হয়ে গেছে একা অন্ন বর্তী পরিবার। হারিয়ে গেছে সেই সে একান্নবর্তী পরিবার গুলো।যে পরিবারের প্রতিটি সদস্য বুক ফুলিয়ে গর্ব করে বলতো আমাদের পরিবার একান্নবর্তী পরিবার।