সাতে পাঁচে কবিতায় দেবাশীষ মণ্ডল (ভাইফোঁটা স্পেশাল)

ভাইফোঁটা
দিদি ! তুই কেমন আছিস? একটি বছর বাদে।
আসবি তুই বলেই দিদি, বসেই আছি ছাঁদে।
আসব ভাই আসব রে সোনা, তোর খবর কি বল?
আছিস ভালো?সেই হাসি-খুশি পাড়া মাতানো চঞ্চল।
আর বলিসনে জানিস দিদি, ভীষন করে ভয়!
বয়স টা তো চার কুড়ি হল,কবে যে কী হয়!
তোর তো সবে আশি-আমার দেখিস হিসাব গুনে ।
তোর থেকে যে আমি বড়- নেই বুঝি তোর মনে?
ভুলিনি দিদি—-
তোর বিয়েতে আমি তখন, ছিলাম হাফ প্যান্টে।
সেই ছবিটায় আমিই সেরা ,খোলা চেনের প্যান্টে।
হাসাস নে আর দম থাকেনা,দমের বড় অভাব।
এখনও তুই একই আছিস,বদলায়নি তোর স্বভাব।
নারে দিদি !বদলে গেছি, যাইনা যে আর ছুটা।
আয়রে দিদি! দেনা এবার আমার কপালে ফোঁটা।
যাই বা না যাই ভাইটি আমার,ভুলিকি আর এ দিন।
তোর কপালে এঁকে দিলাম -জীবন বাঁচানো সে চিন।