দিব্যি কাব্যিতে দেবদাস মৈত্র

ইতিহাসের সাক্ষী হতে
আর কিছুক্ষণ পরেই ধুলোয় মিশে যাবে
পূর্বপুরুষের গড়া শৌখিন স্মৃতি
পতন ঘটবে তাঁদের সাম্রাজ্য
ছুঁড়ে ফেলে দেবে তাঁদের সব ফলক,
ভারি ক্রেনের আঘাতে গুঁড়িয়ে দেবে
সাত-পুরুষের ভগ্ন-প্রায় দশ-ভাগি অট্টালিকা
অসংখ্য মানুষের সোরগোলে
গড়ে উঠবে নতুন বিল্ডিং, নতুন মল,
তাসের ঘরের মত ভেঙে পড়বে স্মৃতির স্বপ্ন
ছিটকে পড়বে ফ্রেমের আড়ালে
লুকিয়ে থাকা সমস্ত অতীত-অ্যালবাম,
চোখের কোণায় চিকচিক করে ওঠে অশ্রুজল
ঠোঁটে জাগায় অস্ফুটতার বেড়াজাল
হৃদয়ের পুঞ্জিভূত ব্যাথা অনুভব করাবে
‘এটাই হয়তঃ ইতিহাসের পাতায় লেখা থাকা
সাম্রাজ্য গঠন আর পতন” ।।