কবিতায় দুর্গাপদ মন্ডল

কেন চলে যাওয়া
এভাবে কি চলে যায় কেউ!
নদীতে ওঠেনি ঢেউ
এখনো ভাঙেনি ভোরের ঘুম
যামিনী নিঃঝুম।
ওখানে বজ্রাসনে বসে তথাগত
পিঞ্জরে নিদ্রিত শুক,
সারি অনাহত।
কেন চলে যাওয়া বলো
আগুনের প্রহরায়?
কে তোমায় পরালে এই
অগ্নিপাট শাড়ি!
শূন্য নদী, বালিয়াড়ি
ভেঙে ভেঙে বুঝি কারও
ধীর পদধ্বনি—
অথির সৌদামিনী
পারে বসে একা আমি
নির্নিমেষে;
কী করুণ সুর তোলে
ক্রন্দসী সানাই।
বাতাসে দুরন্ত ঘূর্ণি:
নাই, নাই, নাই।।