কবিতায় দীপাঞ্জন মাইতি

তদন্ত
তদন্ত চলছে। একটা ফলাফল নিশ্চয় পাওয়া যাবে।
তদন্ত যখন চলছে নিশ্চয় একটা ফলাফল পাওয়া যাবে।
মুণ্ডুকাটা একখানা লাশ পাওয়া গেছে বাজারের ঠিক মাঝখানে,
মাছিদের ভিড় মোক্ষম মাস চিনতে ভুল করে নি
একজোট হয়ে ওরা লাশ ঘিরে ভিড়েছে;
আজো রোজের মত
মাছের দাম চড়েছে… মাংসের দাম চড়েছে…
স্যাঁতস্যাঁতে বাজারের গন্ধে যারা রোজ নাকে চাপা দিয়ে থাকে
আজো নাকে চাপা দিয়েছে;
বাজারের মাঝখানে মুণ্ডুকাটা একখানা লাশ পড়ে আছে…
গুরুত্বহীন ভাবে পড়ে আছে…
কেউ কোনো বিশেষ চিহ্ন দেখে চিনতে পারছে না পরিচয়,
কেউ কেউ বলছে ওর নাম ইতিহাস… কারো মতে অর্থনীতি…
কারো মতে কেবলই নীতি আর কারো মতে মনুষ্যত্ব।
সঠিক পরিচয় … মৃত্যুর কারণ … খুনীর পরিচয়…
ইত্যাদি জানার জন্য তদন্ত চলছে।
তদন্ত যখন চলছে নিশ্চয় একটা ফলাফল পাওয়া যাবে বলে ধরে নেওয়ায় মগজহীন চলমান শবেদের সুবিধার…
আমিও তাই ধরে নিয়েছি।