কৌতুক নাট্য-নাটিকায় দেবাশীষ মণ্ডল (শেষ পর্ব)

হাস্যরস নাটক–ফোন রোগ
শেষাংশ—–
ডাঃ। মোবাইল দোকানে রোগের ঔষধ কোথায় পাবেন। ওখানে তো ফোন পাবেন ফোন।
রুগী।হ্যা হ্যা ঐ ফোন ই তো চাই ।আসলে ডাক্তার আপনার আমার ঐ একই রোগে হয়েছে।
ডাঃ।কি যা তা বলছেন বলুনতো।সব কিছুর একটা সীমা আছে। আপনি বোধ হয় বুঝতেই পারছেন না আমি একজন ডাক্তার।
রুগী।কেন ডাক্তারের কি রোগ হয়না। না ডাক্তারের কোনো অনুভূতি হয় না।সুখ দুঃখ আনন্দ কিছু কি হয়না।
ডাঃ।তা হবেনা কেন।সব হয় সব।
রুগী।তবে ডাক্তার ফোন রোগ কেন হবেনা !
ডাঃ।বলেন কি ফোন রোগ ।বলি এ রোগটি কি আপনি আবিস্কার করলেন নাকি।
রুগী।আসলে কি জানেন তো এখন তো বেশীর ভাগ মানুষ এই রোগে আক্রান্ত।দেখুন এখানেও অধিকাংশ লোক ফোন নিয়েই পড়ে আছে।সে রকম আমিও দিনে চব্বিশ ঘণ্টা ও ফোন নিয়ে পড়ে থাকতাম।এখন বেশ কিছু দিন হল আমার ফোন খারাপ হয়ে গেছে তাই বোধহয় আমি এমন দূর্বল হয়ে পড়েছি।মানে আমি বেশ বুঝতে পারছি আমাকে ঐ ফোন রোগেই ধরেছে।ফোন রোগ বুঝলেন ফোন রোগ।
(বলতে বলতে চলে যায়)
ডাঃ।না না এ রকম আবার রোগ হয় না কি।যতসব ফালতু রোগীর ফালতু কথা।তাক ও সব ভেবে লাভ নেই। (হঠাৎ ফোনে মেসেজ আসার আওয়াজ হয়।)
এসেছে ফোনে কিছু যেন এসেছে।দেখি দেখি।
(ফোন নিয়ে ঘাটতে থাকবে)
(ফ্রিজ হয়)।
যবনিকা