T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় দেবকুমার মুখোপাধ্যায়

জাগরণী

প্রতিবাদ জারি থাক পুবে পশ্চিমে
চোখ কী দেখাও তুমি লাল রক্তিমে?
বিবেকের, চেতনার জাগরণ ঐ
বলছে দাঁড়াও সোজা, বলছে মাভৈ।

আলোড়িত বাংলা ও ভারতী সমাজ
অপরাধী মুক্ত ঘোরে – এ কেমন রাজ!
আইনি আশ্রয় তার একেবারে পাকা –
সোজা পথে যা চলেনা – ট্যারা, আঁকাবাঁকা।

জাগছে মানুষ আজ শহরে ও গ্রামে
রাজপথে জোটধ্বনি এই মধ্যযামে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।