আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ দেবাশীষ মণ্ডল

আমার ভাষা
স্বপ্ন দেখি যে ভাষাতে,
সেই ভাষাতেই প্রাণ যে আছে।
সে ভাষা যে রন্দ্রে রন্দ্রে,
রক্তে জানি আছে মিশে।
সে যে আমার নিজের ‘মা’ টি,
বিশ্ব সেরা মান ও গুনে।
সে ভাষাতেই আছি মিশে,
গেথে আছে মন মননে।
সে ভাষাতে কথা বলি,
সে ভাষাতেই স্বপ্ন দেখি।
সে ভাষাতে ধন্য হয়ে,
সে ভাষাকেই কন্ঠে রাখি।
সে যে আমার প্রানের ভাষা,
ভালোবাসাও প্রকাশ করি।
রাগ, অভিমান হোক যত সব,
সে ভাষারই আল্হাদে ম’রি।