আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ দীপক মুখোপাধ্যায়

মাতৃভাষা

ভাষা আর পদের মারপ্যাচে হারিয়ে যাচ্ছে শুদ্ধ মাতৃভাষার নির্যাস
চিটেগুড়ের মতো লেগে রয়েছে সব বৈমাত্রেয় শব্দ
লঘু লেখক-পাঠক উভয়েই খুশি
– সহজ বোধগম্য – যুগোপোযুগী,
কথ্য, সাধু, গুরুচন্ডালী মিলেমিশে একাকার ;
এই যে আরোপিত ভাষা, আমি বলি ভাষার সন্ত্রাস,
ভাষার খেউর, লঘু-চপল-প্রগলভ – এই ভাষা মাতৃভাষার চরিত্রহনন।

অনেক পরীক্ষা-নিরীক্ষা হ’য়ে গেল ভাষাবিদদের
অনেক প্রাণ গেল বিসর্জন মাতৃভাষার স্বীকৃতিতে,
প্রতিষ্ঠা স্বীকৃতি আর পুরস্কারে ভ’রে উঠল ঝুলি;
অসংস্কৃত শব্দ প্রয়োগে সাহিত্য সমাবেশে উঠল
করতালি
শ্রেনীমিত্রের সন্তান-সন্ততিরা আড়চোখে দেখল মাতৃভাষার ক্লীবতা
বুঝতেই পারল না কোন ভাষাকে মাতৃভাষা বলে।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।