সাতে পাঁচে কবিতায় দেবদাস মৈত্র

প্রতিদিন – প্রতিরাতে

প্রতিদিন – প্রতিরাতে
কুরে কুরে খায় এক প্রতিবিম্ব
জল-ছবিতে, স্বপ্নের ছবিতে
হৃদয়ের ছবিতে সর্বত্রই
ধরা দেয় সে তারই প্রতিবিম্বে
প্রতিদিন – প্রতিরাতে ।
প্রতিদিন – প্রতিরাতে
গল্প করতে করতে চলে চলার পথে
মেট্রোয় কিংবা ডালহৌসিতে
কখনো আকৃষ্টকরা হাসিতে
আবার কখনো মৃদু সম্মতিতে
প্রতিদিন – প্রতিরাতে ।
প্রতিদিন – প্রতিরাতে
চিত্র-কথায় আনে সংঘর্ষ
অভিমানের সুর বেজে ওঠে তার প্রতিবিম্বে
তাসের ঘর ভাঙতে ভাঙতে স্বপ্নিল মন
আঘাতে আঘাতে জীবন নিয়ে ফিরে আসে
প্রতিদিন – প্রতিরাতে ।।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।