কবিতায় বলরুমে দেবাশীষ মণ্ডল

জীবন সুখের বন্যা
রাত্রি জানেনা দিনের স্বাদ।
সুখ জানেনা দুঃখের কষ্ট।
ভালোবাসার ভিক্ষারী সবাই।
ভুল করলে হয় সময় নষ্ট।
এই পৃথিবীর একলা একা –
বাকি সম্পর্ক কি অভিনয়?
বদলে যাবে সব কিছু-
অপেক্ষা করবেনা সময়।
সমস্ত কিছু চলমান –
তুমি ,আমি ,সে ও তাহারা।
প্রহরী শুধু নিজেই নিজের
মুখ লুকালো কি থাকবে চেহারা!
অবাক পৃথিবীর সব কিছু তালগোল,
তবুও সৃষ্টির আছে শেষ।
কেহ নয় সৃষ্টির উর্ধ্বে
সব কিছুই মুহূর্তের রেষ।
হাঁটা চলা জীবন মরণ,
সব কিছুই এক অধ্যায়।
ভালো ভাবে বাঁচি সবাই
চলো জীবন সুখের বন্যায়।