গল্পেরা জোনাকি তে দেবাশীষ মুখোপাধ্যায়

মনের মুকুর
সিগনেচার ষ্টাইল বেকারত্বের বিড়ি মুখে তোমায় বিদায় দিচ্ছি। আমাদের ভালোবাসার আজই লেখা হয়ে গেল শেষের কবিতা।এরপর ধনী পুরুষের গলায় মালা দিকে নতুন অধ্যায় তোমার। কয়েকটা টিউশন নির্ভর জীবনে তোমাকে দুমুঠো ভাতের নিশ্চয়তা দিতে পারিনি।তাই মিউচুয়াল ব্রেক আপ।
আজ তুমি তোমার সব নৈবেদ্য সাজিয়ে অপেক্ষায় বসেছিলে। আমি নিতে পারিনি। তোমার কান্না ভেজা ঠোঁটও আমায় পায়নি।সব না – পাওয়াদের একটার পর একটা সাজিয়ে তাজমহল বানাবো।তার দরজায় তোমার ছবি একটা লাগিয়ে রাখবো। নীচে লিখে রাখবো ” এসেছিলে তবু আসো নাই…..”।