T3 ক্যাফে হোলি স্পেশাল এ দেবাশীষ মণ্ডল

হোলি হ্যায়
পোড়া ইট গুঁড়ো করে নিয়ে ,পলিথিন ভর্তি করে নিয়ে গিয়ে গরিব এক শিশু যখন সকল শিশুর সঙ্গে সারা গায়ে লাল,নীল, হলুদ, সবুজ গেরুয়া ও নানান রঙ বেরঙের আবির মাখে।তখন তার মন আনন্দে নেচে উঠে। নিজের হাতের তৈরি লাল ইট গুঁড়ো গুলো হাতে নিয়ে খুব উপরে ছুড়তে থাকে খুশি হয়ে।
আবির আর ইটের গুঁড়ো গুলো যখন একাকার হয়, তখন সব শিশু আনন্দে খিল খিল করে হাসতে থাকে,একে অপরের গায়ে লুটো পুঁটি খায় সব কিছু ভুলে।ঠিক তখনই ফারাক থাকেনা ধনি গরিবের সাধ্য অসাধ্যের ব্যবধানের আর্থিক সামর্থ্য কতখানি।
উৎসবের আমেজে সব মিলে মিশে একাকার হয়ে যায় অনাবিল আনন্দে । সকলে আনন্দে সমবেত কন্ঠে বলতে থাকে “হোলি হ্যায়”।